নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের দিনহাটায় গতকাল রাতে নিজের বাড়ি থেকে বেরোনোর মুখেই রাস্তায় প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা দিনহাটা ভিলেজ ওয়ান এলাকার তৃণমূল নেতা মিঠুন রাজভর গুলিবিদ্ধ হলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। মিঠুনবাবুর মুখে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিঠুনবাবু নিজের বাড়ি থেকে দোকানে যাবেন বলে বেরিয়েছিলেন। কিন্তু রাস্তায় বেরোতেই তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। এরপর রাস্তায় থাকা বেশ কয়েকজন গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন। এছাড়া রাস্তায় থাকা বেশ কয়েকজনকেও খবর দেওয়া হয়। ততক্ষণে মিঠুনবাবু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তারপর তাকে আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, “শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় অবস্থা আশঙ্কাজনক।”

তাই মিঠুনবাবুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সঙ্কটজনক অবস্থায় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে, পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া আশেপাশে জিজ্ঞাসাবাদও শুরু করেছে। তবে ব্যক্তিগত কারণে এই হত্যার চেষ্টা নাকি রাজনৈতিক কারণে এই হত্যা তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো অবধি এই ঘটনায় রাজনৈতিক নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here









