অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার কর্মী দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এমনকি দুষ্কৃতীরা দীপুর দেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেয়। আর এই অমানবিক হত্যার প্রতিবাদে আজ কলকাতায় হিন্দুত্ববাদী সংগঠনের মিছিল শুরু হয়। হিন্দু জাগরণ মঞ্চ ও বজরং দল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কলকাতার দপ্তরে অভিযান চালায়। হিন্দু জাগরণ মঞ্চের তরফে শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়। মিছিল এগোনোর পরই পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়।

বিক্ষোভকারীদের দাবী, “বাংলাদেশের প্রশাসন সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ।” এদিন এই মিছিলকে কেন্দ্র করে বেকবাগান কার্যত ধুন্ধুমার হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় বলে অভিযোগ ওঠে। এই বিক্ষোভের মধ্যে ধস্তাধস্তির জেরে অনেক রক্তও ঝরেছে। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের অন্যতম মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গোটা বাংলাদেশ অশান্ত হয়ে ওঠে।










