নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসে নদীয়ার তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝখানে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত আরো এক জন। মৃতরা হলো মুর্শিদাবাদের বড়ঞার সাবলদহ গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী গোপীনাথ দাস, ৪৭ বছর বয়সী ভৈরব ঘোষ, ৫৫ বছর বয়সী মুক্তিপদ সূত্রধর এবং ৭৪ বছর বয়সী রামপ্রসাদ ঘোষ। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়।

এদিন তাহেরপুরে নরেন্দ্র মোদীর সভা ছিল। ওই সভায় যোগ দিতে গতকাল রাতেরবেলা মুর্শিদাবাদ থেকে চল্লিশ জন আসেন। এদের মধ্যেই কয়েকজন ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান। ওই সময় ছুটে আসা ট্রেনের ধাক্কায় গোপীনাথ দাস, ভৈরব ঘোষ, মুক্তিপদ সূত্রধর ও রামপ্রসাদ ঘোষ একেবারে লাইনে ছিটকে পড়েন। আঘাত এতটাই গুরুতর ছিল যে গোপীনাথ দাস, মুক্তিপদ সূত্রধর এবং রামপ্রসাদ ঘোষের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর ভৈরব ঘোষ সহ এক জন আহত হওয়ায় প্রত্যক্ষদর্শীদের সাহায্যে তাদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হলে ভৈরব ঘোষের সেখানেই মৃত্যু হয়েছে।

পাশাপাশি অন্যজনের হাসপাতালেই চিকিৎসা চলছে। ইতিমধ্যে বড়ঞা ব্লকের তৃণমূল নেতা মাহে আলম ও গোলাম মুর্শেদ মৃত বিজেপি সমর্থকদের বাড়িতে যান। তদন্তকারীদের অনুমান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ট্রেনটিকে ভালোভাবে দেখা সম্ভব হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here









