পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার মন্দিরবাজার থানার বলদেবপুর এলাকায় বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে ১১ জন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। প্রত্যেক শিশুর বয়স ৮ বছর থেকে ১২ বছরের মধ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল শোরগোল ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, এদিন ওই গ্রামের একদল শিশু একসাথে খেলা করছিল। ওই সময় তারা রাস্তার ধারে থাকা একটি গাছের ফল বাদাম মনে করে খেয়ে ফেলে। কিন্তু ফল খাওয়ার কিছুক্ষণ পরেই শিশুদের বমি, পেটে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। এলাকাবাসীদের বিষয়টি নজরে আসতেই তারা ওই শিশুদের বাড়ির অভিভাবকদের খবর দেন। পরিবারের সদস্যরা এই খবর শুনে ছুটে এসে দ্রুত ওই শিশুদের স্থানীয় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওই শিশুদের অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

এলাকাবাসীদের দাবী, “রাস্তার ধারে থাকা বিষাক্ত গাছগুলি দ্রুত সরিয়ে ফেলা দরকার। নাহলে যেকোনো সময় বড়ো ধরণের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
Sponsored Ads
Display Your Ads Here









