রায়া দাসঃ কলকাতাঃ গেমিং অ্যাপ ‘ওয়ানএক্স বেট’ মামলায় এবার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরাদের সম্পত্তি বাজেয়াপ্ত করলো। এমনকি সম্পত্তি ক্রিকেটার যুবরাজ সিংহ, রবিন উথাপ্পা, অভিনেতা সোনু সুদ সহ অভিনেত্রী উর্বশী রউতেলারও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া সুদের সব টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। মোট ৭ কোটি ৯৩ লক্ষ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রত্যেকের বিরুদ্ধেই জেনে শুনে নিষিদ্ধ গেমিং অ্যাপের হয়ে প্রচার করার অভিযোগ রয়েছে।

এদিকে আগেই কেন্দ্রীয় সরকার ‘ওয়ানএক্স বেট’ নামের ওই অনলাইন গেমিং-বেটিং অ্যাপটিকে আরো বেশ কয়েকটি অ্যাপের সাথে অবৈধ ঘোষণা করেছে। এরপরেও ওই অ্যাপের জন্য একঝাঁক খ্যাতনামা ব্যক্তিত্ব প্রচারে যুক্ত ছিলেন। তাঁদের সাথে ঠিক কি চুক্তি হয়েছিল? কত টাকা নিয়েছিলেন? তা জানতে ইডির আধিকারিকরা দফায় দফায় তলবও করেন। এই ঘটনায় সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় দীর্ঘ চাপানউতোরও হয়। আর্থিক দুর্নীতি বিরোধী আইনের (পিএমএলএ) অধীনে জিজ্ঞাসাবাদ করে বয়ান নথিভুক্ত হয় বলে জানা গিয়েছে।

আগে দিল্লিতে অঙ্কুশ হাজরাও ইডির সদর দপ্তরে ডাক পেয়েছিলেন। আর আগে আবার উর্বশী রউতেলা ‘ওয়ানএক্স বেট’ ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। সেই সাথে ইডির দপ্তরে ডাকও পেয়েছিলেন। এবার ইডি একেবারে বড়োসড়ো পদক্ষেপ গ্রহণ করলো। যদিও শুধু একটি বেটিং অ্যাপ নয়, একাধিক বেটিং অ্যাপের হয়েই বহু নামজাদা ব্যক্তিত্বের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগ সামনে এসেছে। চলতি বছরের মাঝামাঝি সময় কেন্দ্রীয় সংস্থা মোট ২৯ জনের বিরুদ্ধে মামলাও রুজু করেছে বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









