ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজশাহীতে একদল উগ্রপন্থী হামলাকারী আওয়ামী লিগের নগর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে। এছাড়া উগ্রপন্থীদের আরেকটি দল পাহাড়ি জেলা বান্দরবানের রাজারমাঠ এলাকায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও দমকল বিভাগ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল ইনকিলাব মঞ্চের সংগঠক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উগ্রপন্থী ছাত্র-জনতার পরিচয়ে উগ্রপন্থীদের একাধিক দল ঢাকার বিভিন্ন দপ্তর এবং স্থাপনা সহ বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লিগের রাজশাহী মহানগর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, “গভীর রাতেরবেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামায়াত অনুসারী ছাত্রশিবির ও ধর্মানুসারী একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী শহরে প্রবেশ করে। একই সময়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও পৃথক মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেয়।

এমনকি শহরের বিভিন্ন পাড়া থেকেও একদল মাদ্রাসা শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে। এরপর এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের কুমারপাড়া এলাকায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লিগের দপ্তরে একটি এস্কেভেটর দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগেও গত বছরের ৫ ই আগস্ট আওয়ামি লিগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা মহানগর আওয়ামী লিগ দপ্তরে ব্যাপক ভাঙচুর সহ অগ্নিসংযোগ ঘটিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here









