অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে যেমন তর্ক-বিতর্কের পারদ চড়েছে, তেমনই বাইরেও নানা বিতর্ক। আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে বারবার তৃণমূল সাংসদরা চলে এসেছেন। কখনো সংসদের ভিতরে-বাইরে ধূমপান, কখনো বিরোধী সাংসদদের সঙ্গে নাচের প্রাকটিস, কখনো বা বিজেপি সাংসদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে নাচ করা নিয়ে বিতর্ক হয়েছে। এবার তৃণমূল সাংসদদের ব্যক্তিগত আচার-আচরণ, জীবনযাপন নিয়ে সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্য দলের নেতা-সাংসদদের আমন্ত্রণে পার্টির অনুমতি না নিয়ে চলে যাওয়া, দলের অনুমতি ব্যতীত মন্ত্রীদের কাছে দরবার করতে যাওয়ার বিষয়ে উষ্মা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারও কোনও আচরণে যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয়, নাম না নিয়েই তাঁর কড়া বার্তা দিলেন অভিষেক। সূত্রের খবর, সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দলের মেয়ের বিয়েতে নাচ করতে দেখা যায়। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। মহুয়ার এই আচরণ নিয়ে বিরক্ত অভিষেক।

একইসঙ্গে দলের অনুমতি ব্যতীত শরদ পওয়ারে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এক সিনিয়র সাংসদ, সৌগত রায়। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দেখা করতে চেয়েছিলেন রেলমন্ত্রীর সঙ্গে। আবার সংসদে দুই তৃণমূল কংগ্রেসের ই-সিগারেট খাওয়ার ঘটনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এই সমস্ত আচরণ নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্ক করলেন। এছাড়া দলীয় সাংসদদের কেন্দ্রীয় বরাদ্দের ইস্যু আরো বেশী করে উত্থাপন করার নির্দেশ দিয়েছেন অভিষেক। সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে দলীয় সাংসদদের ভূমিকার প্রশংসাও করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here









