নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার ছাতনা থানার বিন্দনা গ্রামে হাইটেনশন বিদ্যুৎয়ের তারে ছুঁয়ে থাকা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের ২ জন ঠিকা কর্মী আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় ওই দু’জন ঠিকা কর্মীকে গাছে বেঁধে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো এক জন স্থানীয় যুবকের বিরুদ্ধে। আহতরা হলো গুরুপদ হাঁসদা ও মেঘনাথ সোরেন।

জানা যায়, গুরুপদ হাঁসদা এবং মেঘনাথ সোরেন ওই গ্রামে হাইটেনশন বিদ্যুৎয়ের তারের রক্ষণাবেক্ষণের কাজে গিয়েছিলেন। কিন্তু হাইটেনশন তারে একটি গাছের ডাল ছুঁয়ে থাকায় দুর্ঘটনার আশঙ্কায় তারা ওই গাছের ডাল কাটতে গেলে গাছের মালিক রোহিত মণ্ডলের সঙ্গে বচসা বা ধে। আর বচসা চলাকালীন গুরুপদ হাঁসদা ও মেঘনাথ সোরেনকে গাছে বেঁধে বেধড়ক মারধর করতে শুরু করেন। তাতে গুরুপদ হাঁসদা এবং মেঘনাথ সোরেন গুরুতর আহত হন।

ছাতনা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই দু’জন কর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রোহিত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সরকারী কাজে বাধা, মারধর, প্রাণহানির চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









