চয়ন রায়ঃ কলকাতাঃ দক্ষিণেশ্বর মন্দির ব্যক্তিগত না সাধারণের সম্পত্তি? এই প্রশ্ন তুলে আজ থেকে কলকাতা হাইকোর্টে নতুন করে বিচার শুরু হলো। এর আগে ট্রাস্টি কমিটির নির্বাচন, আর্থিক অনিয়ম সহ নানা অভিযোগে ২০২২ সালে দক্ষিণেশ্বর মন্দির নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। মামলায় অভিযোগ তোলা হয়েছিল, গত কয়েক বছরে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের থেকে বিভিন্ন খাতে বহু টাকা পেয়েছেন। কিন্তু তার সঠিক হিসাব সংরক্ষণ করা হয়নি। মন্দির চত্বরে দোকান মালিকদের জায়গা বরাদ্দ করা নিয়েও অভিযোগ তোলা হয়েছিল।

২০২২ সালে মূল মামলার শুনানি শুরু হলেও প্রায় দু’বছর ধরে এই মামলা বিশেষ এগোয়নি। এবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দক্ষিণেশ্বর মন্দির সংক্রান্ত যাবতীয় মামলা পাঠানো হলো। ১৭ ই ডিসেম্বর মূল মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে হাইকোর্ট কেন্দ্র এবং রাজ্যকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। দক্ষিণেশ্বর মন্দির ট্রাস্টকে তারা কোনো আর্থিক অনুদান দিয়েছে কিনা, সেই বিষয়টি মামলার পরবর্তী শুনানিতে রিপোর্ট জমা দিয়ে কেন্দ্র ও রাজ্যকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।










