ব্যুরো নিউজঃ মরক্কোঃ মরক্কোয় ঘটে গেল ভয়াবহ ঘটনা। দেশের ঘন জনবসতিপূর্ণ শহর ফেজে দু’টি চার তলা আবাসন ধসে ইতিমধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর ১৬ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, ওই আবাসনে মোট আটটি পরিবার বসবাস করতেন। কিন্তু দীর্ঘদিন এই আবাসনগুলিতে রক্ষণাবেক্ষণের কাজ হয়নি বলে জানা গিয়েছে। আর পুলিশ ও উদ্ধারকারী দল এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পাশাপাশি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









