অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ফ্রিজ করে দিয়েছে। এবার নিজের জীবনধারণের জন্য সেই অ্যাকাউন্টগুলি ব্যবহার করতে চেয়ে নিজেই আদালতের দ্বারস্থ হলেন।

বন্ধ হওয়া অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি জানিয়ে গত মাসেই অর্পিতা নগর দায়রা আদালতে আবেদন করেছিলেন। তাঁর কথায়, ‘‘অ্যাকাউন্টগুলি ২০০৪ সালে খোলা। তখন নিয়োগ মামলার অস্তিত্ব ছিল না। তাই ওই অ্যাকাউন্টগুলি বন্ধ করে রাখার কোনো যুক্তি নেই।’’

আজ অর্পিতার আইনজীবী গোপাল হালদার ওই মামলার শুনানিতে জানান, ‘‘‘২০১৪ সালে নিয়োগ মামলা প্রকাশ্যে আসে। ২০২২ সালে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। অথচ ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ২০০৪ সালের। এর সাথে দুর্নীতির কোনো যোগ নেই। আর অর্পিতা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। সে সময় অভিনয় ও মডেলিং করে আয় করতেন। ওই টাকা যে দুর্নীতির টাকা, তার স্বপক্ষে কোনো প্রমাণ নেই। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারার ফলে তাঁর মক্কেলের খাওয়াদাওয়া থেকে শুরু করে জীবনধারণের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিন মামলা সংক্রান্ত কিছু নথিও আদালতে জমা দেওয়া হয়। কিন্তু বিচারক জানান, ‘‘ওই নথিগুলির প্রেক্ষাপট ভিন্ন।’’ এরপর অর্পিতার আইনজীবী অনুরোধ করেন, ‘‘তাহলে আরো কিছু সময় দেওয়া হোক।’’ তাতে বিচারক আবেদন করার অনুমতি দেন। আগামী ১৬ ই জানুয়ারী ওই মামলার পরবর্তী শুনানি হবে।

অন্য দিকে, আদালত থেকে বেরিয়ে অর্পিতা বলেন, ‘‘সমস্যা তো হচ্ছেই! জীবন চালানোর জন্য তো নিজের কিছু দরকার, এখন সেভাবে কিছু নেই। ফলে অসুবিধা হচ্ছে। কিন্তু এগুলো আদালতের ব্যাপার। ওঁরা মনে করেছেন তাই অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন। আদালতে আবেদন করেছি। দেখা যাক কি হয়।’’ তবে বন্ধু পার্থ চট্টোপাধ্যায়ের বিষয় মুখে পুরোপুরি কুলুপ এঁটেছেন।
Sponsored Ads
Display Your Ads Here









