নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হরিশ্চন্দ্রপুর থানার কালিতলা মোবারকপুর এলাকার ১ জন যুবক সামাজিক মাধ্যমে লাইভে এসে হঠাৎই আত্মহত্যা করলো। মৃত যুবকের নাম দুর্লভ সাহা। একটি শোরুমে কাজ করতেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে মৌসুমী সাহা নামে এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বর্তমানে তাঁদের দুই মেয়ে রয়েছে। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের জন্য মৌসুমী সাহা তাঁর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের নামে থানায় অভিযোগ দায়ের করেন বলে অভিযোগ।

এরপর বাড়ি ছেড়ে চলে যান মৌসুমী। চাঁচলে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। এই নিয়ে তোদের তাঁদের মধ্যে আরও অশান্তি বাড়তে থাকে বলে পরিবারের দাবি। এরই মধ্যে শুক্রবার রাতে দুর্লভ সাহা সামাজিক মাধ্যমে লাইভ ভিডিয়ো করে আত্মহত্যা করেন। এক প্রতিবেশী জানাচ্ছেন, “ভাল ছেলে ছিল। তবে বিয়ের পর থেকে একটু মনমরা হয়েই থাকত। আমরাও দেখেছিলাম। কিন্তু সেভাবে তো ব্যক্তিগত বিষয় নিয়ে নিজে থেকে কথা বলা যায় না। বউ অন্যত্র চলে যাওয়ায় আরও বেশি ভেঙে পড়েছিল।”
Sponsored Ads
Display Your Ads Here









