নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ বিতর্কের অন্ত নেই। তবুও তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরী করবেনই। ইতিমধ্যেই ফিতে কেটে, রিমোটের মাধ্যমে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদের শিলান্যাস ঘিরে বিপুল জনসমাগম ছিল চোখে পড়ার মত। মদিনা থেকে দু’জন মৌলবী এসেছেন। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপনকে কেন্দ্র করে যেমন এলাহী আয়োজন করা হয়েছে, তেমনই কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

হুমায়ুন কবীর আগেই জানিয়েছিলেন, “বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রায় তিন লক্ষ মানুষের সমাগম হবে।” এদিন ইসলামের পবিত্র স্থান, মদিনা থেকে দু’জন কাজিও এসে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ কনভয়ে তাদের আনা হয়েছে। অন্যদিকে, ক্যানিং, সন্দেশখালি সহ দূরদূরান্ত থেকে বহু সংখ্যালঘু মানুষ ভিত্তিপ্রস্তরের জন্য মাথায় ইট বয়ে আনছেন। এদিন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে এলাহি খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়েছে। প্রায় লাখের কাছাকাছি মানুষের জন্য শাহী বিরিয়ানির আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদের সাতটি ক্যাটারিং বিরিয়ানি তৈরীর বরাত পেয়েছে।

শুধু খাবারের ব্যবস্থাতেই ত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে। সভামঞ্চ ও অন্যান্য খরচও প্রায় সত্তর লক্ষ টাকা পার করছে। চারশো অতিথির বসার জন্য দেড়শো ফিট দীর্ঘ মঞ্চ তৈরী করা হয়েছে। যার খরচ দশ লক্ষ টাকা পড়েছে। পাশাপাশি এদিন অনুষ্ঠানে প্রায় তিন হাজার ভলান্টিয়ার কাজ করছে। বারো নম্বর জাতীয় সড়কের পাশে এই জায়গায় বিশাল পুলিশী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বেলডাঙা এবং রানিনগর পুলিশের তিন হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে। ১৯ কোম্পানী অতিরিক্ত বাহিনীও মোতায়েন ছিল।
Sponsored Ads
Display Your Ads Here









