মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ সন্ধ্যাবেলা বারাসত স্টেশন চত্বর থেকে প্রচুর ভোটার ও আধার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক হইচই পড়ে যায়। ওই কার্ডগুলি বৈধ না অবৈধ তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমে এলাকাবাসীরা লক্ষ্য করেন যে ভ্যাটের পাশে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি কয়েকটি এটিএম কার্ডও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এরপর জিআরপিকে খবর দেওয়া হয়। জিআরপি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সমস্ত কার্ড এবং পরিচয়পত্রগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি এই ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি রেললাইন সংলগ্ন ভ্যাটের ধারে পড়ে রয়েছে কিভাবে? তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আর উদ্ধার হওয়া কার্ডগুলি কাদের? তাও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে ওই পরিচয়পত্রগুলি আসল নাকি ভুঁয়ো সে বিষয়েও যথেষ্ট খোঁজ চালানো হচ্ছে। স্থানীয় বিজেপি নেতা প্রদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এখানে সরকার থেকেই প্রচুর বাংলাদেশীদের এই ধরণের ভুয়ো কার্ড করে দেওয়া হয়েছে। সেরকমই কিছু জাল কার্ড এখানে পড়ে থাকতে পারে। আমরা এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবী করছি।’’
Sponsored Ads
Display Your Ads Here









