নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ দিল্লি-লখনৌ জাতীয় সড়কে দুর্ঘটনায় ১ জন ডাক্তারী পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম অর্ণব চক্রবর্তী। বাড়ি বেলঘরিয়ার পূর্বপাড়ায়। অর্ণব উত্তরপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটির ২০২০ সালের MBBS-এর পড়ুয়া ছিল। চলতি বছরই পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করছিল। আর ইন্টার্নশিপ শেষ করে কলকাতায় ফিরে আসার পরিকল্পনাও ছিল। এছাড়া এই দুর্ঘটনায় অর্ণবের সহপাঠী আয়ুষ শর্মা, শ্রেষ্ঠা পাঞ্চোলি ও সপ্তঋষি দাস নামে তিন জনের মৃত্যু হয়েছে। সকলেই পড়াশোনা শেষে ইন্টার্নশিপ করছিল।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের আমরোহাতে রজবপুর থানার সার্ভিস রোড সংলগ্ন এলাকায় ফোমের গদি বোঝাই একটি ট্রাক রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিল। তখন ওই পড়ুয়াদের চার চাকার গাড়িটি গজরৌলার দিক থেকে আসছিল। কিন্তু গাড়ির চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনার তীব্রতা এতটাই ভয়ানক ছিল, যে চার চাকার গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে।

অর্ণবের বাবা অরুণ চক্রবর্তী জানান, “ছেলে বাড়ি ফিরবে বলে তার জন্য নতুন ঘরও তৈরী করা হচ্ছিল। আশা ছিল, পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু হলে ছেলে তাদের সাথেই থাকবে।” অর্ণবের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অর্ণবের পরিবারের তরফে দ্রুত দেহ ফিরিয়ে আনার ব্যবস্থার আবেদন করা হয়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here









