রায়া দাসঃ কলকাতাঃ সময় বাঁচাতে ফ্লাইটই একমাত্র ভরসা। কিন্তু গত তিন দিন ধরে দেশের অন্যতম বড়ো বেসরকারী উড়ান সংস্থা ইন্ডিগোর পরিষেবার বেহাল দশা। যা যাত্রীদেরই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কলকাতা বিমানবন্দরের পাশাপাশি দুর্গাপুরের বিমানবন্দরেও ইন্ডিগোর একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ সকালবেলা ৬টা থেকে ১০টা অবধি কলকাতা বিমানবন্দরে এগারোটি ফ্লাইট বাতিল ছিল। আবার বহু বিমান দেরীতে ওঠা-নামাছে। এদিকে, গতকাল দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে মুম্বইয়ের ফ্লাইট ওড়েনি। এদিন চেন্নাইয়ের ফ্লাইট বাতিল করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবী, ‘‘বাকি রুটে ফ্লাইট চললেও তা দেরীতে চলছে।’’ এই কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে দিল্লি, মুম্বই, চেন্নাই, গুয়াহাটি, বেনারস, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ ও বাগডোগরা রুটে বিমান চলাচল করে। প্রতিটি রুটে ইন্ডিগোর বিমান চলে।

কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল জানান, ‘‘বুধবার মুম্বইয়ের ফ্লাইট বাতিল হয়েছে। আজ চেন্নাইয়ের ফ্লাইট বাতিল হয়েছে। বাকি পরিষেবা ঠিক আছে। তবে নির্দিষ্ট সময়ের থেকে কিছুটা দেরীতে চলছে।’’ মূলত প্রতিকূল আবহাওয়াকে দায়ী করা হলেও প্রযুক্তিগত ত্রুটি, বিমানকর্মীদের সংশোধিত কাজের সময় সূচী অর্থাৎ ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন সহ একাধিক কারণে এই সমস্যা হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে, বিমান পরিষেবার এই বিভ্রাটের জেরে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
Sponsored Ads
Display Your Ads Here









