নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ মঙ্গলবার হাওড়ার দশ নম্বর বোধন মিস্ত্রি লেনে বন্ধুদের সাথে খেলার সময় বোমা ফেটে দশ বছর বয়সী ১ জন নাবালক গুরুতর জখম হয়েছেন। এমনকি আঙুল উড়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক বন্ধুদের সাথে খেলার সময় আচমকা বিস্ফোরণ ঘটে। এরপর তার মা দৌড়ে বাড়ির বাইরে এসে দেখেন ছেলে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। নাবালকের ডান হাত ও ডান চোখে গুরুতর আঘাত লেগেছে। তারপর দ্রুত নাবালককে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাঁটরা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। কিন্তু একটা জনবহুল জায়গায় এমন ঘটনা ঘটেছে কিভাবে তা নিয়ে তদন্ত করা হচ্ছে। হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও বিস্ফোরণস্থলে উপস্থিত হয়েছেন।

এক পুলিশ আধিকারিক জানান, “কিছু ছেলে এসে খেলছিল। একটি পটকা জাতীয় জিনিসে আগুন দিতে যায়। তখনই একটা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বাচ্চার লেগেছে।” বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা এই রাজ্যে খুঁজতে চাওয়া বোকামি। আর ওই যে পুলিশ কর্তা বলছেন, একটা বাজি….একটা পটকা। এটা কোনো কথা? ওঁর বাড়িতেও তো বাচ্চা আছে। এই যদি এ রাজ্যে পুলিশের অবস্থা হয় কিছু বলার নেই। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, “এখানে অন্য কিছু বলার নেই। যে দুষ্কৃতীরা এই ঘটনার সাথে জড়িত তাদের দল-মত নির্বিশেষে শাস্তি দিতে হবে।”
Sponsored Ads
Display Your Ads Here









