বন্যপ্রাণী শিকার করে ভক্ষণের অভিযোগে গ্রেফতার ১ বৃদ্ধ

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ বেজি শিকার ও ভক্ষণের অভিযোগে বন দপ্তরের হাতে এক যাযাবর সম্প্রদায়ের প্রতিবন্ধী বৃদ্ধ গ্রেফতার হয়েছে। গতকাল ধৃত ব্যক্তিকে মেখলিগঞ্জ আদালতে তোলা হয়েছে। আদালত চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ির হলদিবাড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম ডোমরা মাহাতো। বয়স ৫৫ বছর। বাড়ি বিহারের কিষাণগঞ্জের সমস্তিপুরে।

জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই যাযাবরদের একটি দল (সাত থেকে আট জন যুবক ও এক জন বৃদ্ধ) হলদিবাড়ি শহরের পাইকারী টমেটো বাজারের সংলগ্ন এলাকায় বেজি, গো সাপ, বিভিন্ন ধরণের পাখি ইত্যাদি শিকার করে খাদ্য হিসাবে গ্রহণ করছিলেন। হলদিবাড়ির বন দপ্তরে খবর গেলে ADFO বিজন কুমার নাথ টিম নিয়ে গিয়ে সেখানে হানা দেয়। তাঁদের দেখে যাযাবর যুবকদের দল পালিয়ে গেলেও ডোমরা মাহাতো পালাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়।

বন দপ্তর সূত্রে খবর, ডোমরা মাহাতোকে বন্যপ্রাণী সুরক্ষা আইনে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ডোমরা মাহাতো নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করে জানান, “আমরা বেজি শিকার করে রান্না করে খাচ্ছিলাম।” এই ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।


পরিবেশপ্রেমী সংগঠন স্পোরের সদস্য সুমন দাস এই প্রসঙ্গে জানান, “আমরা পরিবেশ রক্ষায় লাগাতার প্রচার করে আসছি। বন্যপ্রাণী হত্যা করলে জেল জরিমানা হতে পারে, এই সচেতনতাও লাগাতার করে আসছি। প্রচুর মানুষ সচেতন হলেও একাংশ মানুষ কিছুতেই সচেতন হচ্ছে না। এই প্রতিবন্ধী বৃদ্ধ গ্রেফতার হয়েছে। আমাদের খারাপ লাগছে। কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে এইসমস্ত প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই এদের বাঁচিয়ে রাখাও জরুরী।”


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031