অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সাতসকালে কাঁকুরগাছিতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বাবার সঙ্গে বিদ্যালয় যাওয়ার পথে পঞ্চম শ্রেণীর ছাত্রের পায়ের ওপর দিয়ে লরি চলে যায়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পড়ে যায়।

জানা গেছে, ছাত্রটি বিধাননগর স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ে। বাবার বাইকের পিছনে বসেই বিদ্যালয় যাচ্ছিল। তখন বেঙ্গল কেমিক্য়ালে সামনে বাইকের পিছনে সজোরে আসা একটি লরি ধাক্কা মারতেই ছাত্রটি বাইকের পিছন থেকে ছিটকে পড়ে যায়। কিন্তু লরির চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ছাত্রের পায়ের ওপর দিয়েই চলে যায়। তাতে পা পুরো থেঁতলে যায়। এরপর পথ চলতি সাধারণ মানুষ ছুটে এসে লরিটিকে দাঁড় করান।

পাশাপাশি লরির চালককে আটক করা হয়েছে। এছাড়া ছাত্রটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লরির চালককে গ্রেফতার করে। স্থানীয় দোকানের এক জন কর্মীর কথায়, “আমরা তখন কাজ করছি। তখনই আওয়াজ। এসে দেখছি, লরিটা দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাটার পা-টার কিচ্ছু নেই। পুরো বাদ হয়ে গিয়েছে একেবারে।”
Sponsored Ads
Display Your Ads Here









