নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের পরিত্যক্ত এলাকা থেকে একাধিক ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। নবদ্বীপ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া কার্ডগুলির সত্যতা যাচাই শুরু করেছে। স্থানীয়দের দাবী, “কার্ডগুলোর নাম-ঠিকানা এলাকারবাসীদের সাথে মিলে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তাদের আসল ভোটার কার্ড ঘরেই রয়েছে।”

ফলে একই নামের নকল বা অতিরিক্ত কার্ড রাস্তায় এলো কিভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি নেতা তাপস ঘোষ এই প্রসঙ্গে জানান, “তৃণমূল ভয় দেখাতে গিয়ে কারচুরির পথ নিচ্ছে।” তবে নবদ্বীপ পৌরসভার পাচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “এতে তৃণমূলের কোনো ভূমিকা নেই। বরং এটি বিজেপির চক্রান্ত।”

পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন। শহরের ব্যস্ত হাসপাতাল রোডের মতো জায়গায় এমন গুরুত্বপূর্ণ নথি ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। এই কার্ডগুলো কে বা কারা কি উদ্দেশ্যে ফেলে গেল? তা খতিয়ে দেখতে ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।
Sponsored Ads
Display Your Ads Here









