নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ শুধুমাত্র মালদায় এইডসে (এইচআইভি পজিটিভ) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১০০ জন। এর মধ্যে ৩০০ জন নাবলক-নাবালিকা রয়েছে। যাদের বয়স ১৫ বছরেরও কম। সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি এই তথ্য প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করেছেন। মালদার বহু গ্রামে বহু মানুষের কালাজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে অনেক রোগীকেই এইচআইভি পজিটিভ দেখা গিয়েছে। টিবি রোগীদের ক্ষেত্রেও একই বিষয় ধরা পড়েছে।

টিবি বা যক্ষ্মায় আক্রান্ত হয়ে আজও অনেকের মৃত্যু হয়েছে। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, “এদিন থেকে এইচআইভি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে। চিকিৎসকদের বিশেষ টিম তৈরী করা হয়েছে। গর্ভবতীরা এইচআইভি আক্রান্ত হলে বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। শিশুদের ক্ষেত্রেও বিশেষ চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে এই রোগ আর না ছড়ায়।”

পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানুষকে সচেতন করা হবে বলে জানিয়েছেন। এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর মানুষকে সচেতন করতে প্রশাসন, পুরসভা, পঞ্চায়েতের সাথে যৌথভাবে কাজ করছে। এমনকি ট্যাবলো বের করেছে। সুদীপ্ত ভাদুড়ির কথায়, “শুধু সুস্থ রাখাই লক্ষ্য নয়, আগামী দিনে এইডস-মুক্ত পৃথিবী গড়াই লক্ষ্য।”
Sponsored Ads
Display Your Ads Here









