পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে মাধ্যমিক পরীক্ষার্থীর নগ্ন ছবি বানিয়ে তা সমাজমাধ্যমে ভাইরাল হতেই গতকাল ওই ছাত্রী অপমানে আত্মহত্যা করলো। এই ঘটনায় কিশোরীর মা যুবক সহ বেশ কয়েক জন প্রতিবেশীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

পরিবার সূত্রে জানা গেছে, কিশোরী সোনারপুরে মামাবাড়িতে থাকত। হঠাৎ রাতে তার মাসি জানলা থেকে ঘরে কিশোরীকে ঝুলন্ত অবস্থায় দেখতেই বাড়িতে শোরগোল পড়ে যায়। এরপর দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। তারপর কিশোরীর পরিবারের তরফে সোনারপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

মৃতার পরিবারের অভিযোগ, “এলাকার এক জন বিবাহিত যুবক নিয়মিত কিশোরীকে উত্ত্যক্ত করত। এমনকি কিছু ছবি সংগ্রহ করে এআইয়ের সাহায্যে তা নগ্ন করে একাধিক সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এছাড়া ওই যুবকের স্ত্রী, মা সহ আরো কয়েক জন কিশোরীকে হেনস্থা করেছেন। বাড়িতে এসে চোটপাটও করে গিয়েছেন। সম্প্রতি কিশোরী এই সব কারণে চুপচাপ মনমরা হয়ে থাকত। রাস্তায় বেরোতে পারত না।
Sponsored Ads
Display Your Ads Here
আবার মায়ের কাছে জানিয়েছিল, ‘তাকে অভিযুক্তেরা ব্ল্যাকমেল করছে।'” ফলে মানসিক অবসাদের কারণেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। আপাতত পুলিশ সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে। এখনো অবধি কারোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই ঘটনায় কিশোরীর পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।










