নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ মন্দারমনিতে তলিয়ে নিখোঁজ হয়ে যাওয়া তথ্য -প্রযুক্তি কর্মী যুবকের দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম স্বরাজ বসু (২৩)। বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায়। তাঁর বাবা স্বপন বসু একজন পুলিশ কর্মী। ওই জেলাতেই কর্মরত। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, স্বরাজ ও তাঁর ৪ সহকর্মী মিলে শনিবার দুপুরে মন্দারমণি এসে পৌঁছন। একজন মহিলা সহকর্মীও ছিলেন তাঁদের সঙ্গে। মেরিন ড্রাইভের ধারে গাড়ি পার্কিং করে তাঁরা সকলে নেমে যান মোহনার তীরে।

সহকর্মীদের বয়ান অনুযায়ী, স্বরাজ নেমে যান জলে। তারপর থেকে নিখোঁজ। সহকর্মীরা তাঁকে খুঁজে পাননি। পরে খবর পেয়ে এসে ঘটনাস্থলে পৌঁছয় মন্দারমনি কোস্টাল থানার পুলিশ ও উদ্ধারকারী দল। রবিবার সন্ধে পর্যন্ত সমুদ্রপথে দিঘা- মন্দারমনি পর্যন্ত দফায় দফায় দাপিয়ে বেড়িয়েছে উদ্ধারকারীদের নৌযান। তারপরও খোঁজ মেলেনি স্বরাজের। সোমবার সকালে স্বরাজের দেহ মান্দারমনি শিলামপুর মৌজায় মৎস্যজীবীদের জালে আটকে যায় বলে স্থানীয় সূত্রে খবর।

মন্দারমণি কোস্টাল থানার ওসি অর্কদীপ হালদার বলেন, “খবর পেয়ে পরিবারের লোকজন এলেও ওই যুবকের নিখোঁজ হওয়ার ঘটনার ব্যাপারে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। আমরা স্থানীয় মানুষের থেকে খবর পেয়ে খোঁজ শুরু করেছিলাম। এদিন সেই ছেলেটা মান্দারমনির শিলামপুর মৌজার কাছে জালে জড়িয়ে গিয়েছিল। খবর পেয়ে আমরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।”
Sponsored Ads
Display Your Ads Here









