অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার গাঙ্গুলীবাগানের মোড়ে এক জন মৃৎশিল্পীর গলায় ধারালো অস্ত্র চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। আহত যুবকের নাম নিখিল পাল। বিখ্যাত মৃৎশিল্পী লক্ষ্মণ পালের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি যারা কারখানার শ্রমিক রয়েছেন, তাদের সাথে টাকা-পয়সা নিয়ে ঝামেলা চলছিল। এদিন যখন নিখিল নিজের কারখানার বাইরে বসে কাগজ পড়ছিল, তখনই দু’জন বাইকে করে এসে আচমকাই তার গলায় ধারালো অস্ত্র চালিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর নিখিল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তারপর প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে নিখিলকে আইরিশ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কারখানার কোনো কর্মী এই হামলা করেছে নাকি খুন করার জন্য কাউকে ভাড়া করা হয়েছিল, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে ও ওই কারখানার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এলাকায় বিশাল পুলিশ বাহিনীও রয়েছে।










