রায়া দাসঃ কলকাতাঃ নেতাজি মেট্রো স্টেশনের ঘটনার ছাপ আবারও। দু’দিন যেতে না যেতেই আজ দুপুরবেলা ৩ টে ৩০ মিনিট নাগাদ আবার মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে এক জন যাত্রী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। এর জেরে কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) আবারও থমকে গেল।

এদিন ওই যাত্রী শহিদ ক্ষুদিরামগামী ডাউন লাইনে মেট্রোর সামনে ঝাঁপ দেন। এরপর সাথে সাথে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপর উদ্ধারকাজও শুরু হয়। এই ঘটনার কারণে আপাতত আপ ও ডাউন দুই লাইনেই পরিষেবা ব্যাহত হয়েছে। শুধুমাত্র দক্ষিণেশ্বর, দমদম, ময়দান এবং শহিদ ক্ষুদিরামের মাঝে পরিষেবা পাওয়া যাচ্ছিল। শেষমেশ ৪টে ১৩ মিনিট থেকে আবার সম্পূর্ণ পথে মেট্রো চলাচল শুরু হয়েছে।

অতীতে কলকাতা মেট্রোর ব্লু লাইনে একাধিক বার আত্মহত্যার ঘটনা ঘটেছে। বার বার এই লাইনে এমনটা ঘটছে কেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষ এই প্রবণতা ঠেকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। কালীঘাট স্টেশনে প্ল্যাটফর্মের প্রান্তে গার্ডরেল অবধি বসানো হয়েছে। কিন্তু এই সব পদক্ষেপ গ্রহণ করেও বিশেষ লাভ হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here









