নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের হরিপুরে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ উঠলো। নন্দীগ্রাম এক নম্বর ব্লক কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ জানান, ‘‘বাংলা ভাষায় একটি প্রবাদ আছে– পিঁপড়ের পাখা গজায় মরিবার তরে। রাতের অন্ধকারে ভেকুটিয়া ও হরিপুর অঞ্চলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্পে যে ভাঙচুর চালাচ্ছে, এ থেকে এটাই প্রমাণিত যে যখন তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে জনসম্পর্ক করছে, ক্যাম্পে যখন মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করছি তখনই কিন্তু বিজেপির গাত্রদাহ ধরেছে।”

তবে তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য এবং নন্দীগ্রাম মণ্ডল দুই সভাপতি সুদীপ দাস তৃণমূলের দাবীকে ভিত্তিহীন বলে জানিয়ে বলেন, “এই অঞ্চল ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি। বিরোধীদের কোনোরকম কোনো সংগঠন নেই, ওদের ক্যাম্প বাঁধারও লোক নেই। কিন্তু গতকাল আমরা বিডিও অফিসে লক্ষ্য করেছিলাম, ওদের সাতজন কোর কমিটির মধ্যে সাতজনেরই নেতা হওয়ার জন্য প্রতিযোগীতা চলছে। এই নিয়ে এরা নিজেদের মধ্যে এরকমভাবে অভিযোগ করে নেতা হওয়ার চেষ্টা করছে, কার নাম আগে ক্যামাক স্ট্রিটে যাবে।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রেস কনফারেন্স চলাকালীন এক নম্বর ব্লকের ভেকুটিয়ায় তৃণমূলের ‘ভোট রক্ষা’ সহযোগীতা ক্যাম্পে বিজেপি হামলা করে বলেই অভিযোগ ওঠে। যদিও বিজেপি গোটা ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবী করেছে।
Sponsored Ads
Display Your Ads Here









