অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নভেম্বর মাস মানেই শীতের আমেজ। কিন্তু চলতি বছর নিম্নচাপের ফাঁড়া যেন কাটতেই চাইছে না। এবার তার আগেই আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানাল। মৌসম ভবন গভীর নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরী হতে পারে। ইতিমধ্যেই মালাক্কা প্রণালীতে ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। যা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বাংলায় নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও নভেম্বর মাসের শেষ সপ্তাহে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পর্যটক ও মৎস্যজীবীদের এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে।

আজ সামান্য তাপমাত্রা নেমেছে। এদিন কলকাতায় ফের তাপমাত্রা ১৮ ডিগ্রী সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রী সেলসিয়াস ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তথা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯০ শতাংশ। আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রী থেকে ১৬ ডিগ্রী সেলসিয়াসের ঘরে পৌঁছেছে।
Sponsored Ads
Display Your Ads Here
স্বাভাবিকের উপরে যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে। আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরো কিছুটা কমবে বলে জানা যাচ্ছে। সকালবেলা এবং রাতেরবেলা তাপমাত্রা কম থাকবে। রাতেরবেলা শিশির পড়বে, খুব সকালবেলা দু-এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং এর পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং এর কিছু এলাকাতেও বৃষ্টি হবে।










