পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই অদ্ভুত সব অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ১০০ বছর বয়সী ব্যক্তি, যিনি দেশের বা রাজ্যের প্রায় সব নির্বাচনে অংশ নিয়েছেন, সেই ব্যক্তিরও নাম নেই তালিকায়! এবার সামনে এল এক অদ্ভুত অভিযোগ। জীবিত থাকা সত্ত্বেও ‘মৃত’ বলে এনুমারেশন ফর্ম পাননি এক মহিলা। এমন অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই মহিলার বাবা।

দক্ষিণ ২৪ পরগনার গোপালগঞ্জের ঘটনা। ওই এলাকার বাসিন্দা শাহদুল লস্কর। ওই এলাকারই এক তৃণমূলকর্মীর নামও শাহদুল লস্কর। মামলাকারী শাহদুলের অভিযোগ, তৃণমূল নেতা শাহদুল তাঁর মেয়ের নামে একটি ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়েছে। মেয়ের অস্বাভাবিক মৃত্যু দেখিয়ে সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছে ওই তৃণমূল নেতা, এমন অভিযোগের কথাই জানিয়েছেন আইনজীবী। এখন সমস্যা হল, ওই তৃণমূল নেতার মেয়ের আধার কার্ড, রেশন কার্ড সবই বাতিল হয়ে গিয়েছে। এই অবস্থায় হাইকোর্টে দ্বারস্থ হয় বাবা। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। ইস্যু করা ডেথ সার্টিফিকেট বাতিল করে পুরনো ভোটার কার্ড সহ বাকি নথি চালু করার নির্দেশ দিল হাইকোর্ট।

এসআইআর নিয়ে রাজ্য জুড়ে নানারকমের অভিযোগ উঠেছে। একদিকে এসআইআর আতঙ্কে মানুষের মৃত্যুর ঘটনা সামনে আসছে। অন্যদিকে, শাসক দল দাবি করছে, এত কম সময়ের মধ্যে এসআইআর হলে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। রাজ্যে পরপর দুই বিএলও অসুস্থ হয়ে পড়ার পর বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর দাবি, সময় প্রক্রিয়ার সময় বাড়ানো হোক।
Sponsored Ads
Display Your Ads Here









