পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল মধ্যরাতে দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গা গোবিন্দপুর এলাকা দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দল গ্রামে ঢুকে কোনোরকমের প্ররোচনা ছাড়াই গ্রামে তিনটি দোকান, বেশ কয়েকটি বাড়ি ও গোয়ালঘরে আগুন জ্বালিয়ে দেয়। এতে বেশ কয়েকটি গবাদি পশুর পুড়ে মৃত্যু হয়েছে। এমনকি পাথরপ্রতিমার বিডিওর গাড়ি এবং বেশ কয়েকটি বাইকও পুড়িয়ে দেয়। এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে একটি ইঞ্জিন নিয়ে এসে আগুন আয়ত্তে আনে।

সকালবেলা পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা এলাকা পরিদর্শন করে জানান, “দুষ্কৃতীরা এলাকায় বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। এলাকার মানুষরা ভালোভাবেই জানেন। যা দেখলাম, একজন ব্যক্তির কাজ এটা নয়। একটা গ্যাং কাজ করেছে। একইসঙ্গে একই সময়ে একাধিক গ্রামবাসীর বাড়িতে হামলা চালানো হয়েছে। পুলিশ খবর পাওয়া মাত্রই এসেছিল। এখানকার সাধারণ মানুষের সাথে পুলিশকর্মীরাও বালতি নিয়ে জল ঢেলেছে। তবে এখনো দুষ্কৃতীরা গ্রেফতার হয়নি।” পাশাপাশি দোষীরা দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here









