পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের ঋষি বঙ্কিম নগরে বন্ধ ঘরের তালা ভেঙে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের নাম রাজেশ কয়াল। বয়স মাত্র ৪৫ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেশের প্রতিবেশীরা বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পেতেই সন্দেহ করেন। এরপর বারুইপুর থানা ও স্থানীয় কাউন্সিলর মোজাফ্ফর আহমেদকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন বাড়ির সামনে গ্রিলের দরজা ভিতর থেকে তালা দেওয়া। ডাকা হয় পুরকর্মীদের। তাঁদের সহযোগিতায় শাবল–হাতুড়ি দিয়ে তালা এবং গ্রিলের একাংশ ভেঙে ঘরে ঢোকে পুলিশ। তার পরেই চমকে যান উপস্থিত সকলে। দেখা যায় বাড়িমালিক রাজেশের পচাগলা দেহ।
ওই খবর পেয়েই শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। রাজেশের এক আত্মীয় রতন সর্দারের দাবি, কয়েক দিন আগে এসআইআর ফর্ম দেওয়ার জন্য রাজেশকে ডাকাডাকি করেছিলেন এক ব্যক্তি। সাড়া মেলেনি। ঘুমোচ্ছেন ভেবে তিনি চলে যান। বুধবার দেহ উদ্ধারের পরে তাঁদের সন্দেহ, অন্তত ৮–৯ দিন আগেই মৃত্যু হয়েছে রাজেশের।
Sponsored Ads
Display Your Ads Hereপ্রতিবেশীরা জানাচ্ছেন, দীর্ঘ দিন ধরে বাড়িতে একাই থাকেন রাজেশ। কিছু দিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও দাবি করা হয়েছে। প্রতিবেশীরা বলছেন, পারতপক্ষে কারও সঙ্গেই মেলামেশা করতেন না ওই যুবক। খুব একটা বাড়ি থেকে বেরোতেন না। তাই এলাকায় কয়েক দিন তাঁকে দেখা না গেলেও কেউ কোনও সন্দেহ করেননি। তাঁরা এ-ও জানাচ্ছেন, রাজেশের বাবা-মাও আগেই প্রয়াত হয়েছেন। এক দাদা রয়েছেন। বর্তমানে তিনি বারুইপুর ফুলতলা এলাকায় থাকেন।
তবে কী ভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা পরিষ্কার নয়। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। তারা কথা বলছে রাজেশের আত্মীয়-প্রতিবেশীদের সঙ্গে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।









