রায়া দাসঃ কলকাতাঃ ইতিমধ্যে বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর বিয়ে মানেই তো সোনার গহনা। গহনা ছাড়া বিয়েই অসম্পূর্ণ। কিন্তু বিয়ের মরশুম শুরু হতেই সোনার দাম এক লাফে বেড়ে গিয়েছে। রাতারাতি একদিনেই বারো হাজার টাকা বেড়ে গিয়েছে।

আজ ২৪ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ১২ হাজার ৪৮৬ টাকা। আর দশ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার ৮৬০ টাকা। এছাড়া একশো গ্রাম সোনার দাম ১২ লক্ষ ৪৮ হাজার ৬০০ টাকা। আবার ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ১১ হাজার ৪৪৫ টাকা। আর দশ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১৪ হাজার ৪৫০ টাকা। তাছাড়া একশো গ্রাম সোনার দাম ১১ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকা।

পাশাপাশি ১৮ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ৯ হাজার ২৬৪ টাকা। আর দশ গ্রাম সোনার দাম ৯৩ হাজার ৬৪০ টাকা। এছাড়া একশো গ্রাম সোনার দাম ৯ লক্ষ ৩৬ হাজার ৪০০ টাকা হয়েছে। এদিন সোনার দামের পাশাপাশি রুপোর দাম তিন হাজার টাকা বেড়েছে। একশো গ্রাম রুপোর দাম ১৬ হাজার ৫০০ টাকা। আর এক কেজি রুপোর দাম এক লক্ষ ৬৫ হাজার টাকা।
Sponsored Ads
Display Your Ads Here









