অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সাত বছর পর প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। ২০২২ সালে টেট পরীক্ষা হয়। যথাসময় ফলাফলও প্রকাশ হয়। কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় প্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি দিল। আজ থেকেই আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে।

আজ, বুধবার বিকেল ৩ টে থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ৯ ই ডিসেম্বর অবধি অনলাইনে আবেদন নেওয়া হবে। মোট ১৩ হাজার ৪২১ শূন্যপদে নিয়োগ করা হবে। জেলাভিত্তিক বিবরণও প্রকাশ করা হবে। সূত্রের খবর, পর্ষদ শিক্ষকদের নিজের জেলায় চাকরী দিতে চায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রার্থীরা কোন জেলায় চাকরী চান, তা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে।’ তবে মিডিয়াম ও ক্যাটাগরী খতিয়ে দেখে, কোথায় শূন্যপদ আছে, তার উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

wbbpe.wb.gov.in এই পোর্টালে গিয়ে ‘Application for Assistant Teachers in Primary Schools, 2025’ লিংকে ক্লিক করতে হবে। সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র (বেসিক) স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন করা যাবে। পঞ্চাশ নম্বরের উপর মূল্যায়ন হবে। এর মধ্যে মাধ্যমিকের জন্য পাঁচ নম্বর ও উচ্চ-মাধ্যমিকের জন্য দশ নম্বর দেওয়া হবে। এছাড়া, টেটের জন্য পাঁচ নম্বর এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি জন্য পাঁচ নম্বর থাকবে। আর সাক্ষাৎকারের জন্য পাঁচ নম্বর ও অ্যাপটিটিউড টেস্টের জন্য আরো পাঁচ নম্বর থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here









