মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার সোদপুর রোড ধরে দুই ভাই গল্প করতে করতে বাইকে চেপে কাজে যাচ্ছিলেন। আর মধ্যমগ্রাম ফ্লাইওভার আসতেই দাদা অপূর্ব কুমার দে আচমকা ভাইকে বাইক দাঁড় করাতে বললে ভাই বাইক দাঁড় করিয়ে দেয়। এরপর অপূর্ব বাইক থেকে নেমে সোজা ফ্লাইওভার থেকে ঝাঁপ মারেন। যা দেখে ভাই একেবারে চমকে ওঠেন। তারপর তাকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত অপূর্বর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।










