পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরের পশ্চিম বিধানসভার শঙ্করপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মিরপুর এলাকার মাঠ সংলগ্ন জঙ্গল থেকে তিনটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই বাসিন্দারা বারুইপুর থানার পুলিশের কাছে খবর দেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের কথায়, “বোমাগুলি যেভাবে ঝোপের আড়ালে রাখা ছিল, তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে, কেউ ইচ্ছাকৃত ভাবে সেগুলি লুকিয়ে রেখেছিল।” স্থানীয়দের জানান, “সকাল-দুপুর খেলার মাঠে বাচ্চারা খেলে। পাড়ার লোকজন এসে বসেন। আবার এই পথেই বহু মানুষ যাতায়াত করেন। এমন জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটত, তা বড়ো দুর্ঘটনাই ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন।”

পাশাপাশি দাবী করা হচ্ছে যে, “বেশ কিছুদিন ধরেই এলাকায় অচেনা মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল।” যদিও ইতিমধ্যে পুলিশ এই বোমাগুলি কারা, কি উদ্দেশ্যে রেখে গিয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে। আর এলাকাবাসীদেরও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









