ব্যুরো নিউজঃ সুইডেনঃ আজ সুইডেনের স্টকহোমের সেন্ট্রালে রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের কাছে চোখের পলকে ভয়াবহ ঘটনা ঘটে গেল। একটি বাস বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রী ও পথচারীদের পিষে দিল। এই ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আর বেশ কয়েকজন আহত হয়েছেন।

সূত্রের খবর, একটি ফাঁকা বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে এসে অপেক্ষারত যাত্রী এবং পথচারীদের পিষে দেয়। পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায়। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী সংস্থা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সুইডিশ পুলিশ জানিয়েছে, ‘‘এটি কোনো হামলার ঘটনা নয়।’’ পুলিশের মুখপাত্র জানান, ‘‘এটিকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। এটা আক্রমণ বলে মনে হওয়ার কোনো প্রমাণ মেলেনি। ইতিমধ্যে বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে।’’

দৈনিক আফটনব্লাডেটের ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা গিয়েছে, ‘একটি নীল রঙের দ্বিতল বাসকে ঘিরে রেখেছে এবং গাড়ির চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।’ অন্যদিকে, পুলিশ এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here









