নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার কল্যাণীর গয়েশপুর এলাকায় পুকুর থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম অনিতা পাল। জঙ্গল লাগোয়া একটি পুকুরের মধ্যে বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬২ বছর বয়সি ওই বৃদ্ধার বাড়ি গয়েশপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে। প্রতি দিনই তিনি রান্নার জন্য কাঠ কুড়াতে যেতেন বিভিন্ন এলাকায়। বুধবার সকালে তিনি কাঠ কুড়ানোর জন্য বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মে গিয়েছিলেন। সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্য, প্রতিবেশীরা খোঁজখবর শুরু করেন বিভিন্ন জায়গায়। কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়িতেও খবর দেওয়া হয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মের জঙ্গলে তল্লাশিও চালানো হয়।

গয়েশপুর পুরসভার সাফাই কর্মীরা, পুরপ্রধান, অন্যান্য কাউন্সিলর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মের জঙ্গলে উপস্থিত হন। রাতে আলো জ্বালিয়ে ওই এলাকায় জঙ্গল সাফ করা হয়। পুকুরেও তল্লাশি চলে। বৃহস্পতিবার সকালে জঙ্গলের ভিতরেই একটি জলাশয়ে এক মহিলার হাত দেখা যায়। খবর দেওয়া হয় গয়েশপুর পুলিশ ফাঁড়িতে। পরে সেই জলাশয় থেকে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন দেহ শনাক্ত করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









