নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার চাপড়া থানা এলাকায় মহিলাকে খুনের হুমকি দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবক পুলিশের হাতে গ্রেফতার হলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ ই নভেম্বর নির্যাতিতা মহিলার মা-বাবা বাইরে ছিলেন। সেই সুযোগে ওই যুবক বাড়িতে প্রবেশ করে যৌন হেনস্থা চালায়। এরপর তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই মহিলা পরিবারকে সব জানালে পরিবারের তরফে চাপড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে মোবাইলের সূত্র ধরে দমদম এয়ারপোর্ট লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে।

জানা যায়, দীর্ঘদিন ওই যুবক কর্মসূত্রে বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়ি ফিরেছিলেন। আর বাড়ি ফিরতেই এই মহিলাকে ধর্ষণ করে। আপাতত পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল কৃষ্ণনগর জেলার দায়ের আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here









