নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লি বিস্ফোরণের পর কলকাতা পুলিশ পার্কস্ট্রিট চত্বরের হোটেল-লজগুলিতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পার্কস্ট্রিট থানার পুলিশ হোটেলগুলিতে গিয়ে রেজিস্টার চেক করছে। কতজন আবাসিক আছে? কোথা থেকে এসেছে? কত দিনের জন্য বুকিং? সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। পুলিশ কমিশনার মনোজ ভর্মা ভার্চুয়ালি মিটিং করার পর প্রত্যেকটি থানাকে সতর্ক থাকার নির্দেশ দিতেই কলকাতা পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে।

পুলিশ কমিশনারের নির্দেশে লালবাজারের পুলিশকর্তারা যথেষ্ট তৎপর ভূমিকায় রয়েছেন। কোনো অচেনা ব্যক্তি কোনো এলাকায় অযথা ঘুরলে বা সন্দেহ হলে নজরে রাখা হচ্ছে। বিভিন্ন জায়গায় পেট্রোলিং ও নাকা চেকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হোটেল সহ মেট্রো স্টেশনগুলির কাছে আরো বেশী নজরদারী চালানোর কথা বলা হয়েছে। কোনো তথ্য পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাইরে থেকে লোক এলে কারা কেন বা কতদিনের জন্য এল, তা জানতে হবে।

লালবাজার সূত্রে খবর, লালবাজারের তরফে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। একইসঙ্গে নজরদারীও বাড়ানো হচ্ছে। গোটা শহর জুড়ে জোরকদমে নাকা তল্লাশি চলবে। শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর ইতিমধ্যে রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তল্লাশি শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









