মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ কালীপুজোর বিসর্জনের রাতে তৃণমূলের যুবনেতার হাতে থাকা পিস্তলের আঘাতে মাথা ফাটল এলাকার বাসিন্দা এক যুবকের। উত্তর ২৪ পরগনার পানিহাটির ঘটনা। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ। মূল অভিযুক্তের নাম বুবাই মল্লিক। এছাড়া সাগর, বান্টি ও কার্তিক নামে আরও তিন তৃণমূল সমর্থকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তার অভাবের কথা বলছেন এলাকার বাসিন্দারা।

গতকাল এলাকার কালীপূজার বিসর্জন ছিল। রাতে বুবাই মল্লিক ও অন্যান্যরা সেই বিসর্জন সেরে ফিরছিলেন। সেই সময় একটি ক্লাবের সঙ্গে দাঁড়িয়ে থাকা যুবকদের সঙ্গে বচসা শুরু হয়। এরপরই তৃণমূলের যুব নেতা বুবাই মারধর শুরু করে বলে অভিযোগ। এই ঘটনায় চার জন আহত হয়েছেন। আহতদের দাবি, তাঁরা কিছুই বললেনি। ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন। প্রথম বুবাই মল্লিক তাঁদের গালিগালাজ করে বলে অভিযোগ। তারপর ফের ফিরে এসে আচমকা মারধর শুরু করে বলে দাবি করেছেন আহতরা। ইট, বাঁশ দিয়ে পেটানো হয়েছে বলে অভিযোগ। পিস্তল দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বলে দাবি করে থানায় অভিযোগ দায়ের করেছেন চার যুবক।

বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনা প্রসঙ্গে জানান, “তৃণমূল করবে, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরবে না তা কী করে হয়! তৃণমূল তো এই কারণেই আছে। সাধারণ মানুষের উপর অত্যাচার করার জন্যই আছে।” শুক্রবারই পানিহাটিতে চাঁদা নিয়ে জোরজুলুমের অভিযোগ সামনে আসে। ২০০০ টাকা চাঁদা চেয়ে জোর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হয় এক দম্পতি। তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।
Sponsored Ads
Display Your Ads Here












