নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক তৈরীর পর ছ’মাস না কাটতেই রাস্তা গর্তে ভরে গেছে। তা নিয়ে ক্ষোভের পারদ চড়ছিল। এবার মেরামতির দাবীতে এদিন বিজেপি সিমলাপালের বিক্রমপুর মোড়ের কাছে রাস্তায় ধানের চারা পুঁতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিজেপির অভিযোগ, ঠিকাদার সংস্থার কাছ থেকে শাসকদলের নেতারা মোটা অঙ্কের কাটমানি নেওয়াতেই রাস্তা নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। আর তার জেরেই এই ছবি দেখা গেল। পাল্টা বাংলার বকেয়া মেটানোর দাবিতে সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। বিজেপিকে বিঁধেছে তৃণমূল।
এদিকে বাঁকুড়া জেলার অন্যতম ব্যস্ত সড়ক এই বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক। প্রায় এক বছর আগে এই রাস্তার ধলডাঙ্গা মোড় থেকে ফুলকুশমা পর্যন্ত নতুন করে তৈরির কাজ শুরু হয়। খরচ হয় প্রায় ১৪০ কোটি টাকা। কিন্তু ৬ মাস যেতে না যেতেই অবস্থা খারাপ। রাস্তার নানা প্রান্তে উঠে যায় পিচ। দেখা যায় বড় বড় গর্ত। চারদিকেই অবস্থা রীতিমতো ভয়াবহ। রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার মুখে পড়ছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে সাধারণ যানবাহন। পুজোর আগেই রাস্তা মেরামতির দাবিতে লাগাতার লাগাতার আন্দোলন করে বাম-বিজেপি। কিন্তু পুজো পেরিয়ে গেলেও বেহাল রাস্তার ছবিটা একই রয়ে গিয়েছে।
এই অবরোধের জেরে বেশ কিছু সময়ের জন্য কার্যত অবরুদ্ধ হয়ে যায় গোটা রাস্তা। বন্ধ হয়ে যায় যান চলাচল। শেষ পর্যন্ত ছুটে আসে পুলিশ। পুলিশের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত ওঠে অবরোধ। বিজেপির তালডাংরা ৩ মন্ডলের সভাপতি সৌভিক পাত্র বলছেন, শাসকদলের নেতারা সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার ফলেই রাস্তার এই দশা হয়েছে। যদিও তৃনমূলের সিমলাপাল ব্লকের সভাপতি সৌমেন পাত্র বলছেন, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা হচ্ছে। একইসঙ্গে তিনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বাংলার বকেয়া মেটানোর দাবি তুলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here