নিজস্ব সংবাদদাতাঃ হলদিয়াঃ হলদিয়ার রানিচক ফ্লাইওভার থেকে একটি তেলের ট্যাঙ্কার নামতে গিয়ে অটোর সঙ্গে ধাক্কা লেগে ২ জনের মৃত্য়ু হয়। আর ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, একটি যাত্রীবাহী অটো দুর্গাচক থেকে হলদিয়া টাউনশিপের দিকে যাচ্ছিল। তখনই ট্যাঙ্কারটি অটোকে সরাসরি ধাক্কা মারতেই অটোতে থাকা সাত জন যাত্রী গুরুতরভাবে আহত হন। এরপর এলাকাবাসীরা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। পরে হলদিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাত জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়।
আর একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় পাঠানো হয়েছে। এছাড়া তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। তবে এক জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে, ঘাতক তেলের ট্যাঙ্কার ও তার চালককেও গ্রেফতার করে আটক করা হয়েছে। পাশাপাশি অটোটটিকেও উদ্ধার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, গতকাল মুর্শিদাবাদের হরিহরপাড়ার ট্যাংরামারী মাঠ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস এবং ২০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক জন যাত্রীর হাত কেটে পড়ে যায়। আর আরো দু’জন ব্যক্তিও আহত হয়েছেন। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। কিছুক্ষণের জন্য বহরমপুর আমতলা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়।