নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সকাল থেকেই দক্ষিণ-পূর্ব শাখার হাওড়া আমতা রেললাইনে বিক্ষোভ চলছে। ট্রেন দেরীতে আসায় যাত্রীরা বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান। শেষে পুলিশ বিক্ষোভকারীদের জোর করে তুলে দেয়। এই নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়।
যাত্রীদের অভিযোগ, “ভোরবেলা ৬টা ৪০ মিনিটের ট্রেন রোজ লেট করে। নিত্যদিনই এক-দেড় ঘণ্টা করে ট্রেন লেট করছে। যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। স্কুল-কলেজ, অফিসে যেতে দেরী হয়ে যাচ্ছে।” আরেক যাত্রী বলেন, “রাতেও ট্রেন লেট করে। সন্ধ্যাবেলা ৬টার ট্রেন রাতেরবেলা ৯টায় ঢোকে। আমরা বাড়ি যাব কি করে? এখন কি ট্রেন আসার সময়? আমরা রোজ ট্রেনে যাতায়াত করি। যদি টাইমে ট্রেন চালাতে পারেন, তাহলে ট্রেন চালান, নাহলে ট্রেন তুলে দিন।”
এর জেরে যাত্রীরা লাইনে বসে বিক্ষোভ দেখান। বেলা বাড়লেও ট্রেন এগোতে দেননি। প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ চলে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে। প্রথমে বিক্ষোভকারীদের সরে যেতে বললেও, তারা সরতে চাননি। পরে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে। এমনকি অবরোধকারীদের চ্যাংদোলা করে রেললাইন থেকে সরানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here