নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সিভিক ভলান্টিয়ারকে হাজার টাকা না দেওয়ায় টোটো চালককে মেরে ডান পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো। আক্রান্ত টোটো চালক হলেন সঞ্জয় সাহা। বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার সব্দলপুর এলাকায়।
সঞ্জয়বাবুর অভিযোগ, “তিনি দুবরি মোড় থেকে গোলাপগঞ্জ স্ট্যান্ডে যাত্রী নামিয়ে দোকানের কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন গোলাপগঞ্জ স্ট্যান্ড থেকে পঞ্চাশ মিটার দূরে কালিয়াচক থানায় কর্মরত ওই সিভিক ভলান্টিয়ার টোটো আটকে টোটোর চাবি কেড়ে নেন। এরপর হাজার টাকা দাবী করেন। আর টাকা না দেওয়ায় লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
এই ঘটনার পর ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেননি।” তারপরই সঞ্জয়বাবু ও তার পরিবারের তরফে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে শাস্তির দাবী জানানো হয়েছে। পাশাপাশি সঞ্জয়বাবুকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এই বিষয়ে ওই সিভিক ভলান্টিয়ারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন। অন্যদিকে, বিজেপি এই নিয়ে তৃণমূলকে তোপ দেগেছে। বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান, “পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সিভিক ভলান্টিয়ারদের টাকা তোলার জন্য রেখেছে। সিভিক ভলান্টিয়াররা হলো তৃণমূলের ভোটব্যাঙ্ক। অনেক থানায় সিভিক ভলান্টিয়ারদের দেখলে মনে হবে তারা যেন পুলিশ সুপার। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তাই কোনো ব্যবস্থা নিচ্ছে না।”