পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ প্রাক্তন ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। এছাড়া ধর্ষণের ছবি তুলে সোশাল মিডিয়ায় ভাইরাল ও ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছে। এই ঘটনায় ছাত্রীর পরিবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে বাইশ বছর বয়সী তরুণী জানায়, “যখন সে ক্লাস এইটে পড়ত, তখন অভিযুক্ত গৃহশিক্ষক টিউশন পড়াতেন। পরে যোগাযোগও ছিল। চলতি বছরের মার্চ মাসে তিনি তরুণীকে ডাকলে তরুণী যেতে অস্বীকার করলে গৃহশিক্ষক আত্মহত্যার চেষ্টা করছেন এমন ছবি তুলে তরুণীকে পাঠান। এরপর গত ৫ ই মার্চ সে ওই গৃহশিক্ষকের বাড়িতে গেলে তিনি ধর্ষণ করেন।
বাড়ি ফিরে এসে মা-বাবাকে সব ঘটনা জানায়। কিন্তু তরুণীর পরিবার লোকলজ্জার ভয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তরুণীর অভিযোগ, গৃহশিক্ষক ধর্ষণের সময় কিছু ভিডিয়ো তুলে রেখেছিলেন। সেইগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এছাড়া যেখানে কাজ করে, সেখানে গিয়েও হুমকি দিয়েছে। তার ফোন নম্বর দিয়ে নানা অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে।” এমনকি আরো দুই মেয়ের সাথে এমন করেছেন বলে অভিযোগে উঠে আসছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর দ্রুত তরুণীর পরিবার বারুইপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছেন। তবে গৃহশিক্ষক নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে জানান, “আমি ধর্ষণ করিনি। আমার ফেসবুক অ্যাকাউন্ট দু’জনের নামে খোলা ছিল। সেটা বন্ধ করিনি বলেই আমার নামে ভুয়ো অভিযোগ হয়েছে।”