অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সাতসকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হাজির হয়েছে। পুরনিয়োগ দুর্নীতিতে শহরের মোট দশটি জায়গাতে তল্লাশি চলছে। নাগেরবাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্টে সহ ঠনঠনিয়া, শরৎ বোস রোড ও নিউ আলিপুরেও তল্লাশি চলছে। এছাড়া দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও পৌঁছেছেন।
এর আগে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে, গত ১২ ই জানুয়ারী ইডি সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল। তাঁর মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল। এবার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ইডি অফিসে হানা দেয়। এদিন সুজিত বসু এই প্রসঙ্গে জানান, “পুজোর আগে যেমন মহালয়া, তেমন ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখা যায়। এর আগেও তল্লাশি হয়েছে। এখনও ওরা করছে। আমি কি রকম, তা এখানকার মানুষ সার্টিফিকেট দেবে।”
এদিকে, জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে ওরফে দীপুদের বাড়িতেও আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্তে অভিযান চালানো হয়। দীপকবাবু এলাকায় যথেষ্ট প্রভাবশালী। একটি বেসরকারী স্কুল সহ প্রোমোটিং, বিল্ডার্সের ব্যবসা রয়েছে। তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলেই খবর। তৃণমূলের ছত্রছায়াতেই অল্প সময়ে বিপুল সম্পত্তির অধিকারী। এদিন সম্ভবত বাড়িতেই ছিলেন। মা এবং দুই সন্তানকে নিয়ে থাকেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন ইডি আধিকারিকদের দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দীপকবাবুর ছেলে এসে দরজা খোলেন। এরপর ইডি ভিতরে যায়। অন্যদিকে, নিউ আলিপুরে অমিত আগরওয়াল নামে হাইকোর্টের আইনজীবীর বাড়িতেও তল্লাশি চলছে। তাছাড়া গিরিশ পার্ক থানা এলাকার ৮এ সরকার লেনেও চলছে তল্লাশি চলছে। বিশাল পাতোড়িয়া নামের এক চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিশাল স্টক ব্রোকারের কাজও করেন।