নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়ার আমতার খালনায় লক্ষ্মী পুজোর ভাসানকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে শোরগোলকে কেন্দ্র করে ১২ জন আহত হয়েছেন। এই ঘটনার জেরে খালনা বাগনান রোড প্রায় দু’ঘণ্টা অবরোধ থাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়পুর খালনা এলাকায় লক্ষ্মীপুজোর বিসর্জন ছিল। পূর্ব ও খালনা সার্বজনীন লক্ষ্মীপুজো কমিটির অভিযোগ, “যখন লক্ষ্মীপূজোর শোভাযাত্রা বের হয়, তখন দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের কয়েকজন ছেলে আচমকা শোভাযাত্রায় মেয়েদের মধ্যে নাচতে ঢুকে পড়ে। এমনকি একাধিক মহিলার সাথেও অশালীন আচরণ করা হয়। এরপর অশ্লীল অঙ্গভঙ্গি করে মদ্যপ অবস্থায় ছেলেরা নাচতে থাকে।
আর বাধা দিতে গেলে তারা মহিলা এবং ক্লাবের ছেলেদের মারতে শুরু করে। ইটও ছোঁড়া হয়। ইটের আঘাতে বেশ কয়েকজনের মাথা ফেটে যায়। পুলিশকে জানালেও পুলিশ কোনো কর্ণপাত করেনি। আজ আবার কালীমাতা ক্লাবের ছেলেরা দশটি মোটরসাইকেলে করে লাঠি ও উইকেট নিয়ে হামলা চালায়। তারপর দোষীদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তবে কালীমাতা ক্লাবের সদস্যরা গোটা বিষয়টি অস্বীকার করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল ছড়াতেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সাথে কথা বলেন। এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলতে সক্ষম হন। এই অবরোধের জন্য রাস্তার ওপর পর পর গাড়ি দাঁড়িয়ে পড়ে। রাস্তায় যানজটও তৈরী হতে থাকে।