নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল উত্তরপ্রদেশের কানপুরের মেসটার্ন রোডে হঠাৎ একের পর এক স্কুটার বিস্ফোরণ ঘটে। ব্যস্ত রাস্তায় এমন ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণে ৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মূলত এই এলাকায় ছোটো খেলনা ও বাজির দোকান রয়েছে। উৎসবের মরশুমে বেশ ভিড়ও ছিল। কিন্তু আচমকা স্কুটার বিস্ফোরণ হতেই গলগল করে কালো ধোঁয়া বের হয়। আর যারা স্কুটারের আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন, তারা আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্য দু’জন গুরুতর আহত হওয়ায় দেহের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। আরেক মহিলা, যিনি আবর্জনা সংগ্রহ করছিলেন, তিনি সবথেকে বেশী দ্বগ্ধ হয়েছেন। আহত আরো চার জনকে লখনউতে স্থানান্তরিত করা হয়েছে।
এই বিস্ফোরণের জেরে একাধিক দোকানও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, “স্কুটারের স্টোরেজ কম্পার্টমেন্ট থেকেই বিস্ফোরণ হয়েছে।” অনুমান, বাজি থেকে বিস্ফোরণ হয়েছে। কে বা কারা ওই স্কুটারগুলির মধ্যে বাজি রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। শুধুই কি স্কুটার বিস্ফোরণ নাকি আরো বড়ো কোনো নাশকতার ছক ছিল, তাও ভালোভাবে দেখা হচ্ছে। পাশাপাশি রাজ্যের এটিএস টিম এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছে। জাতীয় তদন্তকারী সংস্থাও যোগাযোগ করেছে।
Sponsored Ads
Display Your Ads Here