নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জামালপুর থানার উজিরপুরে দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে শুক্রবার রাতে ব্য়াপক অশান্তি ছড়াল। ঘটনায় গুরুতরভাবে জখম হন এক পুলিশ কর্মী। দ্রুত তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরবর্তীতে এসএসকেএমে নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্রে খবর, দামোদর নদে জল বেড়ে যাওয়ার কারণে কোনওরকম বিপত্তি এড়াতে আগাম তৎপরতা দেখা যায় পুলিশের মধ্যে। তাঁরা দ্রুত প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করেন। অভিযোগ, কিছু মদ্যপ যুবক পুলিশের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানাতে শুরু করেন। তর্কাতর্কিও শুরু হয়ে যায়। পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে ওঠে। অভিযোগ প্রথমে এক সিভিক ভলান্টিয়রকে বেধড়ক মারধর করা হয়। মুহূর্তে শুরু হয়ে যায় ইটবৃষ্টি। ওই সময়ই পুলিশ কর্মী শুভেন্দু গুঁই গুরুতরভাবে আহত হন বলে জানা যায়। উত্তেজনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁরাই শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাতেই দুই অভিযুক্ত সমর বাউরি ও মঙ্গল বাউরিকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার তাঁদের তোলা হয় বর্ধমান আদালতে। দুই অভিযুক্তকে ধরা গেলেও আর এক অভিযুক্ত অভিজিৎ বাউরি বর্তমানে পলাতক বলে জানা যাচ্ছে। তাঁর সন্ধানে জোরকদমে চলছে তল্লাশি। ঘটনার পর থেকে গোটা এলাকার পরিস্থিতিই রীতিমতো থমথমে। এলাকায় চলছে পুলিশি টহল। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিসর্জনের সময় নদে অতিরিক্ত জলস্রোত ছিল। সে কারণেই তড়িঘড়ি বিসর্জনের ব্যবস্থা করার চেষ্টা করছিল পুলিশ। আর তা থেকেই ভুল বোঝাবুঝি। এসডিপিও (সাউথ) অভিষেক মণ্ডল যদিও জানাচ্ছেন আহত পুলিশ কর্মীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here