নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ নিম্নচাপের প্রভাবে পুজোর মধ্যেও নানা জেলায় বৃষ্টি চলেছে। এবার পুজো কাটতে না কাটতেই ফের ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপমহল গ্রামে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন। এখনও পর্যন্ত ওই গ্রামের মোট ১৬ জন ডেঙ্গির কবলে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে গোটা পরিস্থিতি নিয়ে স্বভাবতই উদ্বেগ বাড়ছে গোটা গ্রামে।
একের পর এক ডেঙ্গু আক্রান্তের খবর কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। চলছে সচেতনতামূলক প্রচার। জোরকদমে চলছে ব্লিচিং ছড়ানোর কাজ। একইসঙ্গে সকলে যাতে মশারি খাটিয়ে ঘুমান সে বিষয়েও প্রচার করা হচ্ছে পুরোদমে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। একইসঙ্গে পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল-সহ অনেক স্বাস্থ্যকর্মী, আশা কর্মীরাও প্রচারেও নামছেন।
এ বিষয়ে মহকুমা শাসক সুমন বিশ্বাস বলছেন, “৬ জনের মধ্যে দু’জনের চিকিৎসা চলছে কলকাতাতে। বাকিদের ঘাটাল হাসপাতালে চিকিৎসা চলছে। সব মিলিয়ে মোট ১৬ জন আক্রান্ত হয়েছেন। আমরা সেই গ্রামেও গিয়েছিলাম। স্বাস্থ্য কর্মীরাও বাড়ি বাড়ি যাচ্ছেন। কারও জ্বর হলে স্যাম্পেল কালেক্ট করছেন। একইসঙ্গে এলাকা পরিষ্কার করার কাজও চলছে। মানুষকে সাবধান করা হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here
গোটা এলাকায় কীভাবে কাজ হচ্ছে এদিন তার বিশদ ব্যাখ্যাও দিতে দেখা যায় মহকুমা শাসককে। তিনি বলেন, “আগামীকাল ওখানে মেডিক্যাল ক্যাম্প হবে। সবাই যাতে কিছু বেসিক নিয়ম মেনে চলেন, মশারি টাঙিয়ে যাতে সকলে ঘুমান সে বিষয়ে বোঝান হচ্ছে। জল যাতে বাড়ির আশপাশে না জমে, বাচ্চারা যাতে ফুল হাতা জামা পড়ে থাকে সে কথা বলা হচ্ছে। এখন প্রতিদিনই স্বাস্থ্য কর্মীরা ওখানে যাবেন। আমি নিজেও যাব।”