পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার সাগরের চকফুলডুবি বাজারের সর্ব্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম ‘অপারেশন সিঁদুর’। কিন্তু মাঝপথেই দুর্গাপুজোর মণ্ডপ খুলে ফেলতে হলো। এবার পুজো কমিটির সরকারী অনুদান ফেরানোর সিদ্ধান্ত। তবে পুজোর থিম থেকে অপারেশন সিঁদুর বাদ কেন? তা নিয়ে পুজো উদ্যোক্তারা প্রশ্ন তুলছেন।
জেলায় এই পুজো অত্যন্ত জনপ্রিয়। শেষ কয়েক মাস ধরে প্রস্তুতি চলছিল। সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু রাতারাতি পুজোর প্যান্ডেলের কাপড় খুলে ফেলা হয়েছে। পুজো উদ্যোক্তার কথায়, “এবারের পুজোর থিম অপারেশন সিঁদুর। আমরা কার্ডে ছাপিয়েছি, ফেস্টুন ব্যানার দিয়েছি। বিভিন্ন জায়গায় প্রচারও হয়েছে। তবে প্রশাসনিক চাপের ফলে পুজো বন্ধ করে দিতে হয়েছে। এই নিয়ে সাগরের বাসিন্দারাও ক্ষিপ্ত। প্রশাসনের বক্তব্য, ‘এই থিমটা করা যাবে না।’ তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সরকারী অনুদান দেওয়া হয়েছে সেটা প্রশাসনকে ফেরত দিয়ে দেওয়া হবে।”
কিন্তু এই নিয়ে জেলার ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন একেবারেই মুখে কুলুপ এঁটেছেন। একাধিকবার থানার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পুলিশ প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে না। পুজোর সাথে যুক্ত দেবাশিস বেরা জানান, “তৃণমূল কংগ্রেসের মেম্বারাই পুজো পরিচালনা করছেন। তবে তৃণমূলের অপারেশন সিঁদুর নিয়ে কোনো একটা অস্বস্তি রয়েছে। ওনারা তাও পুজোটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। আমন্ত্রণপত্র বিধায়কের কাছে দিয়েও আসা হয়েছিল। কিন্তু পরে বিধায়কই এটা নিয়ে আপত্তি জানান।”
Sponsored Ads
Display Your Ads Here
যদিও মন্ত্রী বঙ্কিম হাজরা অভিযোগ খারিজ করে বলেন, “চারদিকে মিথ্যা অপপ্রচার হচ্ছে। যারা এই পুজোর কমিটিতে রয়েছেন, তারা ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত। অযথা আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। গোবিন্দবাবুর নাম পরিকল্পিতভাবে ছাপিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছেন। প্রধানকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি জানিয়েছেন, এই বিষয়ে কিছুই জানেন না। আর এই পুজোর কমিটির সাথে তাদের কোনো যোগ নেই।”
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে জানালেন, “প্রশাসনের কেউ ঠিক করে দিতে পারে না, কিভাবে মাতৃ ধারণা হবে। অপারেশন সিঁদুর তো ভারতীয় সেনার বীরত্বের প্রতীক। যে প্রশাসন এর বিরোধিতা করে, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত।” উল্লেখ্য, কলকাতা পৌরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতেও এই একই থিম হয়েছে। এখানেও পুজোর থিম অপারেশন সিঁদুর। এখানেও সজল ঘোষের অভিযোগ, “প্রশাসন তাঁদের পুজোর ওপরেও একাধিকবার চাপ তৈরী করে এসেছে।”
Sponsored Ads
Display Your Ads Here